‘শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হবে না’
নিয়ন্ত্রণহীন বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম ও খুনের প্রতিবাদে নওগাঁর পোরশাতে বিক্ষোভ কর্মসূচি করেছে উপজেলা বিএনপি। সোমবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরাইগাছি চৌরাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. মো. ছালেক চৌধুরী। আর প্রধান বক্তা হিসেবে ছিলেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালের বিনাভোটের সরকার ২০১৮ সালে দিনের ভোট রাতে ডাকাতি করেছে। এখন নতুন করে ভোট ডাকাতির মেশিন ইভিএমে ভোট ডাকাতি করার নীলনকশা প্রণয়ন করছে। এই অবৈধ সরকারকে সহযোগিতা করছে নির্বাচন কমিশন। আমরা এ কারণে শুরু থেকে এই নির্বাচন কমিশনের কোনো কর্মকাণ্ডে অংশ নেয়নি। বিষয়টি এখন পরিষ্কার। এ নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহে পরিণত হয়েছে। তাই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে এবং ইভিএমে কোনো নির্বাচন হবে না।
বক্তারা বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকারের দুর্নীতির কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে। তাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। তবেই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি কমবে।
তারা আরও বলেন, আওয়ামী লীগের পায়ের তলার মাটি সরে গেছে। মন্ত্রীরা আবোল-তাবোল কথা বলছে। এগুলো সময় শেষ হয়ে যাওয়ার আগের লক্ষণ। এ সরকারকে আর সুযোগ দেওয়া যাবে না। সময় এসেছে এই সরকারকে চূড়ান্তভাবে বিদায় করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকারই নতুন নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি অংশ নেবে।
পোরশা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিউল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহজামান শাহ্ চৌধুরীর সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আজম রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান, এমদাদুল হক মুকুল, আসিফুল ইসলাম মুকুল, আসাদুল ইসলাম মুনির, নাদিম কুদ্দুস, পোরশা উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. তৌফিকুর রহমান শাহ,পোরশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ্ মোজাম্মেল হক চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জেড এইচ খান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পলাশ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিয় কুমার দাসসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসজি