নাটোরে পদ্মা এক্সপ্রেসের বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত
রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ১টি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বিকাল ৪টা ৫০ মিনিটে ট্রেনটি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশনের কাছে লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, রবিবার বিকাল ৩টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি আব্দুলপুর রেলওয়ে জংশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে।
তিনি আরও বলেন, যাত্রাবিরতিকালে ব্রেক ফেল করে আব্দুলপুর স্টেশনের কাছাকাছি পদ্মা এক্সপ্রেস ট্রেনের সামনের একটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে বিকল্প লাইন থাকায় সব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ওই ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ৭টার আগেই পদ্মা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌঁছালে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কারও অবহেলা আছে কি না? তা খতিয়ে দেখতে রেলের পরিবহন কর্মকর্তা (পাকশি) আনোয়ার হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও অবহেলা উঠে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসজি