রাজশাহীতে অটোরিকশা চলাচল বন্ধ, নগর সড়কে চরম দুর্ভোগ
রাজশাহী নগরীতে পূর্ব ঘোষণা ছাড়াই আজ ভোর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে নগরীর সাধারণ যাত্রীরা।
রবিবার (২৮ আগস্ট) সকালে নগরীর কাশিয়াডাঙ্গা, কোর্ট বাজার, সাহেব বাজার, রেলগেট, লক্ষ্মীপুর, বাইপাস এলাকা ঘুরে দেখা যায়, নগরীতে পাঁচ সিটের কোন অটোরিকশা চলাচল করছে না। তিন সিটের অটোরিকশা চলাচল করলেও যাত্রীদের জিম্মি করে তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা।
তবে কেন হঠাৎ করে চার্জার অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নগরীর বেশ কয়েকজন অটোরিকশাচালক জানান, শুনেছি ভাড়া বৃদ্ধির জন্য অটোরিকশা সংগঠনের নেতারা রাস্তায় গাড়ি চলতে দিচ্ছে না। তাই রাস্তায় গাড়ি নেই। তবে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির নেতারা বলছেন, তারা কোনও কর্মসূচি দেননি।
নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অটোরিকশাচালক সাহাবুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে ভাড়া বৃদ্ধির দাবিতে অবরোধ পালন করা হবে বলে শুনেছি। আজ সকালে গাড়ি নিয়ে বের হলে একটাও পাঁচ সিটের গাড়ি দেখিনি। তিন সিটের রিকশাচালকরা গাড়ি নিয়ে শহরে যেতে নিষেধ করল। শহরে না কি গাড়ি আটকে দিচ্ছে। তাই গাড়ি বাসায় নিয়ে চলে এসেছেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা বিএনপি-জামাতের পরিকল্পিত ষড়যন্ত্র। নগর সড়কে উত্তাপ সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় ইচ্ছে মতো ভাড়া আদায় করা হচ্ছে অন্য পরিবহনগুলোতে। সকালে কাশিয়াডাঙ্গা এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন একদল শ্রমিক। বিপ্লব ও সাগর আলী নামের ওই দুই শ্রমিক জানান, তারা সকাল ৭ টা থেকে অপেক্ষা করছেন। রাস্তায় কোনও গাড়ি নাই। ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। তিন চাকার অটোরিকশা ৫ টাকার ভাড়া ২৫ টাকা চাচ্ছে।
চাকরিজীবি লাইলী খাতুন জানান, তার অফিস টাইম ৮টা। ৭টায় বের হয়েছেন। আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে। হাতেগোনা কয়েকটি ভ্যান গাড়ি আর তিন সিটের অটো রিকশা চলাচল করছে। তারা পাঁচগুন বেশি ভাড়া চাচ্ছে। কিছু করার নাই। অফিসে পৌঁছাতে হবে। তাই বাড়তি ভাড়া দিয়েই অফিসে এসেছেন।
এসআইএইচ