বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
নবনির্মিত ১০ তলা ভবন উদ্বোধনের অপেক্ষায়
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ১০ তলা ভবনের উদ্বোধন হতে যাচ্ছে। ভবনটি চালু হলে আদালতের এজলাসসহ বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘব হবে। ভবনের অভাবে জেলা প্রশাসন ভবনে যে এজলাস রয়েছে তা সব আদালত চত্বরে নিয়ে আসা হবে। বিচার কাজের জন্য তাদের ছোটাছুটির অবসান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৩টায় আইনমন্ত্রী মো. আনিসুল হক ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে নতুন এই ভবনের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এছাড়া বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক সহ বরিশালের সকল সংসদ সদস্যগণ বরিশালপ্রান্তে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বরিশাল গণপূর্ত বিভাগ সূত্র জানায়, আদালত চত্বরে ১০ তলা বিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের ১২ জানুয়ারি। ৪৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৩০ মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা থাকলেও ২০১৯ সালের মধ্যভাগে এর নির্মাণ কাজ শেষ হয়। কাজ সম্পন্ন হওয়ার ৩ বছর পর আজ ৩ মার্চ উদ্বোধন হচ্ছে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন।
বিচারকদের খাস কামরা, শিক্ষানবিশ বিচারকদের জন্য আলাদা কক্ষ, কনফারেন্স রুম, নামাজের কক্ষ, ক্যাফেটেরিয়া, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং বিচার প্রার্থীদের সবচেয়ে বড় সমস্যা দূরীকরণে প্রতিটি ফ্লোরে ৪ থেকে ৫টি টয়লেট, বিচার প্রার্থীদের সুবিধার্থে ৪টি সিড়ি, এজলাসের থেকে একটু দুরে বিচার প্রার্থীদের বসার জায়গা, বিচার প্রার্থীদের সঙ্গে আসা ছোট শিশুদের খাওয়ানো ও রাখার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এই ভবনে।
ভবনের ওঠা নামার জন্য রয়েছে ১০০০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ৩টি অত্যাধুনিক লিফট রয়েছে। যার মধ্যে একটি বিচারকদের জন্য ও অপর দুটি আদালতের অন্যান্য কর্মচারী ও বিচার প্রার্থীদের জন্য বরাদ্দ রয়েছে। ভবনটি ব্যবহৃত হলে আদালত অঙ্গনে দীর্ঘদিনের অবকাঠামো সংকট দূর হবে এবং বিচার প্রার্থীরাও স্বস্তি পাবে বলে প্রত্যাশা করেন প্রকৌশলী মো. ইউসুফ।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ জানান, ১০ তলা বিশিষ্ট ভবনের প্রথম ফ্লোরের আয়তন ১৩ হাজার ৯১২ বর্গ ফুট এবং পরের ৮টি ফ্লোর (দ্বিতীয় তলা থেকে ১০তলা পর্যন্ত) ১২ হাজার ১৫৩ স্কয়ার ফিট আয়তনের করা হয়েছে। ভবনে বিচারক ও বিচার প্রার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। ১০ তলা ভবনে ১৩টি এজলাস থাকবে।