রংপুরে নিখোঁজের আট দিনেও সন্ধান মেলেনি প্রবীণ আ.লীগ নেতার
রংপুরে আট দিন ধরে নিখোঁজ থাকা প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ছাদেক আলীর সন্ধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসীসহ মহানগর আওয়ামী লীগ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
গত একুশের প্রথম প্রহরে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন প্রবীণ এ নেতা। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
নিখোঁজ ছাদেক আলীর সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সহ-সভাপতি দিলশাদ হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক নওশাদ রশীদ ও নিধুরাম অধিকারী, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী এবং ছাদেক আলীর ছেলে মেহেদী হাসান।
এ সময় বক্তারা বলেন, “গত ২০ ফেব্রুয়ারি রবিবার রাত ১১টার দিকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বাসা থেকে বের হন অশীতিপর ছাদেক আলী। থানায় জিডি করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে জানানো হয়েছে। কিন্তু কেউই এখন পর্যন্ত তারা কোনো সন্ধান দিতে পারেননি।
আমরা প্রশাসনের প্রতি আস্থা হারাতে চাই না। কিন্তু ৮ দিনেও তারা সন্ধান করতে না পারায় আমরা চরম হতাশ হয়ে পড়েছি।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিখোঁজ আওয়ামী লীগ নেতা ছাদেক আলীর সন্ধান না মিললে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা।
সমাবেশ শেষে এলাকাবাসী ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেন। পরে জেলা প্রশাসক কার্যালয় অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।
নিখোঁজ ছাদেক আলী (৮০) রংপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের তাজহাট নাজির দিগর এলাকার বাসিন্দা। তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও দর্শনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার গায়ের রং ফর্সা, তিনি উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি। মাথার চুল ও দাড়ি সাদা রঙের। বাড়ি থেকে বের হওয়ার সময় ছাদেক আলীর পরনে সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা এবং খয়েরি রঙের জ্যাকেট ছিল।
নিখোঁজের পর দিন ছাদেক আলীর সন্ধান চেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার ছেলে মেহেদী হাসান।
এ ব্যাপারে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, “এখন পর্যন্ত ছাদেক আলীর কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। পুলিশের পক্ষ থেকে তাকে খোঁজা হচ্ছে।”
এমএসপি