মমেক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ ভিত্তিহীন: দাবি শিক্ষকদের
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ৫৩ ব্যাচের শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন শিক্ষকরা।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মমেক’র সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষকরা। পরে সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে বলেন, “একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে।”
লিখিত বক্তব্যে আরও বলা হয়, “যে ছাত্রীকে যৌন হয়রানীর কথা বলা হচ্ছে, তার কোনো অস্তিত্ব নেই। অনেক শিক্ষার্থী পড়াশোনা না করে শিক্ষক আবুল কালাম আজাদকে পরীক্ষায় নম্বর দিতে চাপ প্রয়োগ করে, তাতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে এসব করানো হচ্ছে।”
এদিকে, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর ঘটনায় গাইনী বিভাগের প্রধান ডা. তাইয়্যুবা তানজিন মির্জাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ।
উল্লেখ্য, গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অপসারণ দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এমএসপি