ভোররাতে 'মাটিচোর' ধরলেন ম্যাজিস্ট্রেট
ঢাকার ধামরাইয়ে নিয়ম ভেঙে রাতের আঁধারে কৃষি জমির মাটি কাটার ঘটনায় অভিযান চালিয়ে ‘মাটিচোর’ ধরলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী। এ সময় দুইটি ভেকু জব্দসহ ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষার স্বার্থে ভুক্তভোগীর অভিযোগের জেরে ভোর ৬টায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত, ভাটা স্থাপন ও কৃষি জমির মাটি কাটা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন অনুযায়ী ২টি ভেকু জব্দ করে মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, “কৃষি জমি রক্ষায় এমন অভিযান নিয়মিত চালানো হবে।”
অপরদিকে, বেলা ১১টার দিকে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা ও একটি ইট ভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, “পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার নান্নার ইউনিয়নে মেসার্স মোল্লা ব্রিকসকে ২ লাখ টাকা এবং ডাউটিয়া এলাকার মেসার্স লাকি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা ও ভাটাটি ধ্বংস করে দেওয়া হয়।”
এমএসপি