বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ
টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম রকি (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক ও নিহতের বন্ধু হৃদয় ইসলাম।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা কামাক্ষার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নেধার গ্রামের তালেব শিকদারের ছেলে। তিনি করটিয়া সরকারি সাদত কলেজের অনার্সের ছাত্র।
মোটরসাইকেলচালক হৃদয় ইসলাম জানান, রাতে সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে বেপরোয়া গতিতে আসা একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ২২৫৬৩৮) মোটরসাইকেলটিকে (টাঙ্গাইল-ল ১১৭৭১৫) ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমি মহাসড়কের বাম পাশে পড়ে যাই। আর রবিউল রাস্তার ডান পাশে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানা আনায় হয়েছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে রবিবার (২৭ ফেব্রুয়ারি) মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে ট্রাকটি জব্দ করা গেলেও ঘাতক ট্রাক চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।
এসআইএইচ