নিখোঁজের ১০ দিনেও ব্যবসায়ী আজাদ আলীর সন্ধান পায়নি পরিবার
ঠাকুরগাঁও জেলায় নিখোঁজের ৯ দিন পেরিয়ে গেলেও ব্যবসায়ী মো. আজাদ আলীর কোনো সন্ধান পায়নি পরিবার। এ ব্যাপারে তার স্ত্রী আইরিন আক্তার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরিবার সূত্র জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও গ্রামের কীটনাশক ব্যবসায়ী গত ১৭ ফেব্রুয়ারি সকালে একই এলাকার ঢোলকালী বাজারে তার দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকেই তিনি নিখোঁজ। আজাদের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পান স্ত্রী।
পরে রাতেই তিনি আজাদের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ২০ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরির নম্বর ১৩১৬।
আজাদের ভাইরা শফিউল আলম বলেন, কীটনাশক ব্যবসার কারণে বিভিন্ন মানুষের সঙ্গে তার লেনদেন থাকলেও কারো সঙ্গে কোনো সমস্যা ছিল না।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন ঢাকাপ্রকাশকে জানান ব্যবসায়ী আজাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এসএন