কুড়িগ্রামে বালুবাহী ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বালুবাহী ট্রাক্টরের চাপায় আলিফ হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের সিডির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকালে এ তথ্য নিশ্চিত করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার।
নিহত আলিফ যাত্রাপুর ইউনিয়নের খানপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, আলিফ তার বাড়ি সংলগ্ন একটি দোকানে চিপস কিনতে যায়। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় যাত্রাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক্টর আলিফকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এরপরে তাকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ নেওয়ার পথে মারা যায় সে।
চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বলেন, বেপরোয়া গতির বালবাহী ট্রাক্টর চাপায় শিশুটি মারা যায়। ট্রাক্টর মালিক পক্ষ শিশুটির পরিবারের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে বলে জানতে পেরেছি। ট্রাক্টরটি ঘটনাস্থলে আটক রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহারিয়ার বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।
এসআইএইচ