কুমিল্লায় শপথ নেওয়ার আগেই ইউপি সদস্যের মৃত্যু
কুমিল্লার মুরাদনগরে শপথ নেওয়ার আগেই মারা গেলেন জলিল মিয়া (৫৫) নামে নবনির্বাচিত এক ইউপি সদস্য।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাহেবনগর গ্রামের নিজ বাড়িতেই হার্ট অ্যাটাক করে তিনি মারা যান।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অভিষেক দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
জলিল মিয়া ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড থেকে (চন্দনাইল ও সাহেব নগর) সাধারণ সদস্য পদে ১ হাজার ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার ভাতিজা উজ্জ্বল জানান, চাচা চন্দনাইল বাজারে মুদির দোকানের ব্যবসা করতেন।
শনিবার দুপুরে তিনি দোকানের কাজ শেষে ও তার মেয়েকে গণটিকা দিয়ে বাড়িতে আসার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।
একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। তিনি ৭ সন্তানের জনক। এদের মধ্যে ২ জন শারীরিক ও বাক প্রতিবন্ধী।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অভিষেক দাশ জানান, ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের গেজেটে নব-নির্বাচিত ইউপি সদস্য মো. জলিল মিয়ার নাম প্রকাশিত হয়।
আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জলিল মিয়াসহ উপজেলায় নবনির্বাচিত ২১টি ইউনিয়নের সকল সাধারণ সদস্যদের শপথ গ্রহণের দিন নির্ধারণ ছিল।
এমএসপি