কীটনাশক খেয়েও সুস্থ ছিল, হাসপাতালে ওয়াশের পর মারা গেল
বরগুনায় গুঁড়ো দুধ ভেবে কীটনাশক (বাসুডিন) খেয়ে মো. ঈসা (৪) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে শিশুটির পরিবারের দাবি, হাসপাতালে আনা পর্যন্ত ঈসা সুস্থ ছিল। কিন্তু ওয়াশ করার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঈসা।
নিহত ঈসা বরগুনার সদর ঢলুয়া ইউনিয়নের ফুল-ঢলুয়া গ্রামের ইউনুস হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত দু’দিন আগে শিশুটি তার মায়ের সাথে শশাতলী গ্রামে নানা মজিদ ফকিকের বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে গুঁড়ো দুধ ভেবে নানার ঘরের বারান্দায় বাক্সে থাকা কীটনাশক খায় সে। পরে শিশুটির মা বিষয়টি জানতে পেরে দ্রুত বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ওয়াশ করার কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শিশুটির মামা কবির হোসেন বলেন, “ঈসা দুদিন আগে তার মায়ের সাথে আমাদের বাড়ি বেড়াতে আসে। আজ গুঁড়া দুধ ভেবে বাসুডিন খেয়ে ফেলে। হাসপাতালে আনা পর্যন্ত ঈসা সুস্থ ছিল। কিন্তু ওয়াশ করার পরপরই সে মারা যায়।“
বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন বিশ্বাস বলেন, “আমরা শিশুটিকে ওয়াশ করে চিকিৎসা দেই। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।”
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, “খবর পেয়ে বরগুনা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এমএসপি