বঙ্গবন্ধু সেতু দেখতে যাওয়ার পথে ট্রাকচাপায় নারীর হাত বিচ্ছিন্ন
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু ঘুরতে যাওয়ার পথে বালুবাহী ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে একই পরিবারের ৮ সদস্য দুর্ঘটনার পড়ে। এ ঘটনায় মোছা. চায়না বেগম (৫০) নামে এক নারীর হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত নারী ঘাটাইল উপজেলার দেউলিয়াবাড়ী ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের মো. আবেদ আলীর স্ত্রী।
চায়না বেগমের মেয়ের জামাই মো. কাবিল বলেন- “একটি মাহিন্দ্র ভাড়া করে বঙ্গবন্ধু সেতু ঘুরতে যাচ্ছিলাম আমরা। মাহিন্দ্রটি ওই সড়কের বাগবাড়ী পৌঁছলে জিগাতলা নামক বালুঘাট থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালুর ট্রাক (ঢাকা- মেট্রো ট- ২০-৫৪৫১) মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আমার শাশুড়ির শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আমিসহ বেশ কয়েকজন আহত হয়েছি।”
তিনি আরও বলেন, “পরে আমার শাশুড়িকে আহত অবস্থায় ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তার অবস্থা বিবেচনা করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে পাঠান।”
এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।”
এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করাসহ মাহিন্দ্রা গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এমএসপি