নওগাঁয় ছাত্রদল নেতাকে পেটালো ছাত্রলীগ
নওগাঁ সরকারি কলেজে ছাত্রদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ সরকারি কলেজের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। আহত জুনায়েদ হোসেন নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। তিনি মাস্টার্সের শিক্ষার্থী। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তবে জেলা ছাত্রলীগ সভাপতির দাবি, কলেজে শাখা ছাত্রলীগের কোনো কমিটি নেই। হামলাকারীরা বহিষ্কৃত।
অপরদিকে, এ ঘটনায় তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে কলেজের প্রধান ফটকে প্রবেশ করলে ছাত্রদল নেতা জুনায়েদের সাথে তর্কবিতর্ক হয় ছাত্রলীগ নেতাকর্মীদের। এরপর তাকে কলেজের অডিটরিয়ামে নিয়ে গিয়ে ২০-২৫ জন মিলে মারধর শুরু করে। পরে সাধারণ ছাত্ররা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান বলেন, “ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে একটু হাতাহাতির ঘটনাটি ঘটেছে। বিষয়টি আমি পরে জানতে পেরেছি। যদি অভিযোগ পাই, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
এমএসপি