স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা: ঘাতক স্বামী আটক
যৌতুকের জন্য যশোরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ফয়সাল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে সদর উপজেলার মুনসেপপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফয়সাল একই গ্রামের জব্বার বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, যশোর সদর উপজেলার রামনগর মধ্যপাড়ার বাসিন্দা ও নিহতের বাবা ইমামুল মামলায় উল্লেখ করেন-মেয়ে জান্নাতিকে গত বছরের ১০ অক্টোবর ফয়সালের সঙ্গে বিয়ে দেন তিনি। বিয়ের সময় ফয়সালকে মোবাইল ও একটি সোনার আংটি দেওয়া হয়।
তবে বিয়ের পর থেকে ফয়সাল তার মেয়ের কাছে যৌতুক দাবি করেন। যৌতুকের জন্য নিয়মিত তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
গত ২২ ফেব্রুয়ারি দুপুরে নিজ ঘরে জানালা-দরজা বন্ধ করে জান্নাতির দুই হাত ও দুই পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ফয়সাল। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা খুব খারপ থাকায় ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। গত ২৬ ফেব্রুয়ারী দুপর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাতি। এ ঘটনায় কোতোয়ালি থানার মামলা করেন তিনি(জান্নাতির বাবা)।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ফয়সালকে আটক করা হয়েছে আজ। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। আজই তাকে যশোর আদালতে সেপার্দ করা হবে।
এসআইএইচ