ময়মনসিংহে চলছে গণটিকা কার্যক্রম
করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও শুরু হয়েছে গণটিকা প্রদান কার্যক্রম।
শনিবার সকাল ৯টা থেকে টিকা প্রদান শুরু হয়েছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত। জেলায় ৪৮০টি কেন্দ্রে ও সিটি করপোরেশনে ৪৯টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হচ্ছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনে ১২ বছরের ঊর্ধ্বে ৬ লাখ ১২ হাজার মানুষের মধ্যে টিকা নিয়েছেন ৪ লাখ ৭২ হাজার জন। টিকা নেওয়ার হার ৭৫ শতাংশ। যার ফলে কমে এসেছে আক্রান্ত ও মৃতের সংখ্য।
দ্রুত শতভাগ টিকা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণটিকায় জেলায় লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ৮২ হাজার জনের মতো। ১২ বছরের ঊর্ধ্বে সকল বয়সী মানুষকে ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।
জেলা সিভিল সার্জন ও সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, জেলায় ৪৩ শতাংশ মানুষ টিকা পেয়েছেন। সিটি করপোরেশন এলাকায় ৭৫ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকা গ্রহীতাদের শতভাগ টিকা নিশ্চিত করা গণটিকা কার্যক্রমের মূল লক্ষ্য।
টিটি/