স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশের ওসি গ্রেপ্তার
স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় পুলিশের এক পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পরিদর্শক মো. শামসুদ্দোহা চুয়াডাঙ্গার দর্শনা থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত।
শুক্রবার (২৫ ফেব্রয়ারি) বিকেল ৩টায় ঢাকা রায়ের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানায় পাঠিয়েছে শুলশান থানা পুলিশ।
তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার পশ্চিম গোপীনাথ গ্রামের নুরুদ্দিন আহমেদের ছেলে। যৌতুকের জন্য মারধর ও নির্যাতনের অভিযোগে গত ৯ ফেব্রুয়ারি ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন তার স্ত্রী ফারজানা খন্দকার তুলি। মামলা নম্বর ২৩।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ‘শামসুদ্দোহা তার স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার হয়েছেন। যেহেতু আমার অধীনে দর্শনা থানায় কর্মরত ছিল। এ জন্য একটি রিপোর্ট সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
২০১৫ সালের ৭ আগস্ট পারিবারিভাবে ফরিদপুর কোতোয়ালি থানার গোয়ালচামট ১ নম্বর সড়ক এলাকার খন্দকার ফারুক আহমেদের মেয়ে ফারজানা খন্দকার তুলির সঙ্গে বিয়ে হয় শামসুদ্দোহার। এরপর ২০২০ সালে একটি পুত্র সন্তান হয় এ দম্পতির।
এসএন