ভুয়া জন্ম সনদে স্কুলছাত্রীর বিয়ের চেষ্টা, মেয়ের মাকে জরিমানা
টাঙ্গাইলে ভুয়া জন্ম নিবন্ধন (সনদ) কার্ড তৈরি ও স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের দিঘুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রীর দিনভর বিয়ের আয়োজন চলছিল। সকল প্রস্তুতিও সম্পন্ন। দিন গড়িয়ে সন্ধ্যা। অপেক্ষা শুধু বরপক্ষের লোকজনের জন্য। কিন্তু বরপক্ষ আসার আগেই বিয়ে বাড়িতে হঠাৎ ইউএনও হাজির।
এসময় ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বিয়ে বাড়ির লোকজন পালিয়ে গেলেও শুধু পালাননি মেয়ের মা। আর তাকেই গুণতে হলো জরিমানা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
স্কুলছাত্রী ওই গ্রামের মো. ইয়াকুব আলীর মেয়ে। কালিহাতী উপজেলার নারান্দিয়া এলাকার এক যুবকের সঙ্গে সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল।
এ বিষয়টি ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু ঢাকাপ্রকাশকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মেয়েটি ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছিল। দুই বছর আগে তার বাবা-মা অর্থাভাবে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি নিয়ে দেয়।
স্কুলছাত্রীর মা জানান, ভালো সম্বন্ধ পাওয়ায় ঢাকা থাকার সুবাধে সেখান থেকেই বয়স বাড়িয়ে একটি জন্ম সনদ সংগ্রহ করে বিয়ের আয়োজন করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জানান, দিঘুলীয়াপাড়া গ্রামে এক স্কুলছাত্রীর ভুয়া সনদে বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরে বিয়ের সকল আয়োজন পণ্ড করাসহ বাল্যবিয়ে বন্ধ ও ঘটনাস্থলে মেয়ের মাকে পেয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বাল্যবিয়ে রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
টিটি/