নেত্রকোনায় এনজিওকর্মীর আত্মহত্যা, মিলেছে চিরকুট
নেত্রকোনা সীমান্তবর্তী দুর্গাপুরে রণধীর তালুকদার (৩৪) নামে ব্র্যাকের এক মাঠকর্মী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এঘটনা ঘটে।
মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে 'আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ি' কথা লিখেছন। এঘটনায় নিহতের স্ত্রী স্বপ্না রানী থানায় মামলা দায়ের করেছেন।
নিহত রণধীর তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের শমীপুর গ্রামের মৃত কৃষ্ণধন তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, রনধীর জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কুমুদগঞ্জ ব্র্যাক শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। চাকরি সুবাদে একই ইউনিয়নের রামনগর গ্রামে কয়েকজন সহকর্মী মিলে একটি বাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো সকালে কাজে চলে যায় রণধীর। বিকেলে বাসায় ফিরে আসলেও দীর্ঘসময় রণধীরএর ঘরের দরজা বন্ধ পান বাসার অন্য বাসিন্দারা। সাড়া না পাওয়ায় তার সহকর্মী আশরাফুল ইসলাম দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের ফ্যানের সাঙ্গে ঝুলন্ত অবস্থায় রণধীরকে দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে রনধীরের বিছানার পাশে সুইসাইড নোটটি পান। পরে মরদেহ রাতে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মীর মাহবুব (তদন্ত) বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।