শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | ১৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

দাউদকান্দি মুক্ত দিবস ৯ ডিসেম্বর

ছবি : সংগৃহীত

কুমিল্লা জেলার দাউদকান্দি মুক্ত দিবস বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) । ১৯৭১ সালের এ দিনে দাউদকান্দি উপজেলা পাকিস্তানী হানাদার মুক্ত হয়। লঞ্চযোগে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় পালিয়ে যায়।

মুক্তিযোদ্ধাদের প্রচন্ড আক্রমণের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পিছু হটতে শুরু করলে দাউদকান্দির মুক্তিযোদ্ধারা মানসিকভাবে দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ, শহিদনগর ওয়ারল্যাস কেন্দ্রে এবং সড়ক ও জনপথ বিভাগের দাউদকান্দিস্থ ডাক বাংলোতে অবস্থানরত পাকিস্তানী সেনাদের টার্গেট করে উত্তর ও দক্ষিণ পার্শ্ব হতে এক যোগে আক্রমণ শুরু করে।

বৃহত্তর দাউদকান্দির মোহাম্মদপুর, ডাকখোলা, গোয়ালমারী, বাতাকান্দি প্রভৃতি এলাকার ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা অগ্রসর হতে থাকে, পূর্ব দিক হতে মিত্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা আক্রমণ করলে পাকিস্তানি সেনারা পশ্চিম দিকে হটতে থাকে।

দাউদকান্দি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম সরকার বাসসকে জানান, ৮ ডিসেম্বর রাত থেকে ৯ ডিসেম্বর সকাল ১১ টা পর্যন্ত যুদ্ধের পর পাকিস্তানি সেনারা দাউদকান্দিতে তাদের শেষ আশ্রয়স্থল সড়ক ও জনপথের বাংলোতে উঠে এবং সেখান থেকে লঞ্চযোগে মেঘনা নদী দিয়ে গজারিয়া হয়ে ঢাকায় পালিয়ে যায়। দুপুরে মুক্তিযোদ্ধারা দাউদকান্দি পৌঁছে হানাদারমুক্ত দাউদকান্দিতে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা উড়ায়।

দিবসটি উদযাপন উপলক্ষে দাউদকান্দি উপজেলা সদরে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এসবের মধ্যে দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বেলা ৩টায় উপজেলা কার্যালয়ে আলোচনাসভা ও স্মৃতিচারণ, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

এমএমএ/

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত ২১ কিশোর-তরুণ

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইল পৌর শহরের কলেজ পাড়া জামে মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিশেষ পুরস্কার পেয়েছে শিশুসহ ২১ কিশোর-তরুণ। নামাজের প্রতি আগ্রহ বাড়াতে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়।

গত বৃহস্পতিবার (২৭ মার্চ) তারাবির নামাজের পর আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামিক বই বিতরণ করা হয়। মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সা'দ রহমান এবং মসজিদ পরিচালনা কমিটি এ উদ্যোগ নেন।

ইমাম মুফতি সা'দ রহমান জানান, গত ১৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় অংশ নিতে ৩০ জন কিশোর ও তরুণ নাম নিবন্ধন করে। নিয়ম অনুযায়ী, টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে বলা হয়। চূড়ান্তভাবে ২১ জন সফলভাবে এই শর্ত পূরণ করে পুরস্কার লাভ করে।

মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পরশ তালুকদার বলেন, “এমন উদ্যোগ সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজের প্রতি আগ্রহী হবে এবং অন্যদেরকেও উৎসাহিত করবে। ফলে তরুণরা অসৎ পথ ছেড়ে ধর্মীয় অনুশীলনের দিকে ধাবিত হবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পরশ তালুকদার, অর্থ সম্পাদক নাসির উদ্দিন টিটুসহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

থাইল্যান্ডে ভূমিকম্প: মুহূর্তেই ধসে পড়ল নির্মাণাধীন বহুতল ভবন

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যার প্রভাব রাজধানী ব্যাংককেও স্পষ্টভাবে দেখা গেছে। ভূমিকম্পের ফলে সেখানে এক নির্মাণাধীন বহুতল ভবন মুহূর্তেই ধসে পড়ে, যা আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় বিভিন্ন ভবন দুলতে থাকে এবং আতঙ্কিত মানুষ দ্রুত রাস্তায় নেমে আসেন। এনডিটিভির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিশাল একটি বহুতল ভবন সম্পূর্ণরূপে ভেঙে পড়ছে, আর স্থানীয়রা সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছেন।

 

একটি ভিডিওতে দেখা গেছে, বহুতল ভবনের ছাদ থেকে সুইমিং পুলের পানি ছিটকে নিচে পড়ছে, যা দেখে মনে হচ্ছে যেন একটি ছোটখাটো সুনামি তৈরি হয়েছে। আরেকটি ফুটেজে দেখা যায়, একটি বাড়ির ছোট সুইমিং পুলের পানি প্রচণ্ডভাবে দুলতে থাকে এবং চারদিকে ছড়িয়ে পড়ে।

ব্যাংককে ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি ভবনের জানালা ভেঙে পড়ে, বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়ে। আতঙ্কিত লোকজন দ্রুত বিভিন্ন ভবন থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মধ্যাঞ্চলে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে সেখানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি ছিল ৭.৭ মাত্রার, যা মান্দালয় থেকে ৫৯৭ কিলোমিটার দূরে অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল সাগাইং শহরের ১৬ থেকে ১৮ কিলোমিটার গভীরে, যা রাজধানী নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ড ছাড়াও আশপাশের দেশগুলোতেও অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভূমিকম্পের পরবর্তী সময়ে আফটারশক (পরবর্তী কম্পন) হতে পারে, যা আরও ক্ষতির কারণ হতে পারে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপর রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Header Ad
Header Ad

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়ল ভবন ও সেতু

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭, এর পরপরই আরও একটি কম্পন অনুভূত হয় যার মাত্রা ছিল ৬.৪। এই ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এর ফলে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভবন ও সেতু ধসে পড়েছে।

ইরাবতী নদীর ওপর নির্মিত ঔপনিবেশিক আমলের আভা সেতু ধসে পড়েছে। ৯১ বছর পুরনো এই সেতুটি ব্রিটিশরা নির্মাণ করেছিল এবং এটি মান্দালয় ও সাগাইং অঞ্চলের মধ্যে ইরাবতী নদী পার করত। ভূমিকম্পের তীব্রতায় এই সেতু বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া, মিয়ানমারের রাজধানী নেপিদো ও মান্দালয় শহরে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ভবনগুলোর ছাদ ভেঙে পড়েছে।

এদিকে, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। যদিও মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মিয়ানমারে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হলেও, দেশটির চিকিৎসা ব্যবস্থা দুর্বল হওয়ায় বিপদগ্রস্ত জনগণের সহায়তার জন্য এটি বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে।

এছাড়া, ইতিহাস থেকে জানা যায়, মিয়ানমারে ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে সাগাইং ফল্টের কাছে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ২০১৬ সালে মধ্য মিয়ানমারের প্রাচীন শহর বাগানে ৬.৮ মাত্রার ভূমিকম্পে বেশ কয়েকটি মন্দির ভেঙে পড়েছিল এবং তিনজন নিহত হয়েছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত ২১ কিশোর-তরুণ
থাইল্যান্ডে ভূমিকম্প: মুহূর্তেই ধসে পড়ল নির্মাণাধীন বহুতল ভবন
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়ল ভবন ও সেতু
ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন
‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: আসিফ মাহমুদ
গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ ভারতীয় পুলিশ সদস্য নিহত
সফল বৈঠক, ড. ইউনূসকে দৃঢ় সমর্থন চীনা প্রেসিডেন্টের
আজ পবিত্র জুমাতুল বিদা: রমজানের শেষ জুমার তাৎপর্য
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার যানবাহন পারাপার, কমছে টোল আদায়ের হার
গাজায় ইসরায়েলি হামলায় ঝরল আরও ৪০ প্রাণ, নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন চীনা প্রেসিডেন্ট
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
সন্‌জীদা খাতুনের শেষ ইচ্ছা: চিকিৎসা গবেষণার জন্য দেহ দান
গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল গ্রেফতার
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি হারানোর অভিযোগ এক নারী পোশাককর্মীর
লাইলাতুল কদরের সন্ধানে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা