কুমারখালীতে ভ্যানচালক খুনের বিচার চেয়ে মানববন্ধন
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে জাহিদুল ইসলাম (৩০) নামে এক ভ্যানচালক নিহতের ঘটনায় খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শতশত লোকের উপস্থিতিতে এ দাবি জানানো হয়।
নিহত জাহিদুল খোকসা উপজেলার বেয়ারা সাতপাখিয়া গ্রামের হতদরিদ্র রিয়াজ উদ্দিন ব্যাপারীর ছেলে।
গত বুধবার সকাল ১১টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ডে সামান্য কথা কাটাকাটির জেরে জুয়েল নামে এক মাদকাসক্তের ছুরিকাঘাতে খুন হন তিনি।
প্রকাশ্যে খুনের ঘটনায় স্থানীয়রা খুনি জুয়েলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনার প্রতিবাদে এবং খুনি জুয়েলের ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমারখালী থানার সামনে অবস্থান করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিচারের আশ্বাস দিলে পরিবেশ শান্ত হয়।
এরপর বিক্ষোভ মিছিলটি থানা থেকে বের হয়ে উপজেলা পরিষদে যায়। এসময় বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের কাছে খুনির শাস্তি দাবি করলে ইউএনও তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এমএসপি