সাবেক স্ত্রীর দুলাভাইকে হত্যাচেষ্টার অভিযোগ
রংপুরের কোতয়ালী থানায় স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাহিদুল ইসলাম সুহাদের বিরুদ্ধে ওই নারীর দুলাভাইকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাস্তায় একা পেয়ে মো. ইকবাল বাহারকে নাহিদুল আক্রমণ করেন বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর এজাহার সূত্রে আরও জানা গেছে, এ বি এম হাবিবুর রহমানের কন্যা মোছা. কিসমত তারার সঙ্গে বিয়ে হয় নজরুল ইসলামের ছেলে মো. নাহিদুল ইসলাম সুহাদের। তবে বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা না হলে গত বছরের ২৯ এপ্রিল নাহিদুল ইসলামকে তালাক দেয় কিসমত তারা।
এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কিসমত তারার দুলাভাইকে হত্যার চেস্টা চালায় নাহিদুল ইসলাম সুহাদ। এ সময় তিনি (ইকবাল বাহার) উত্তর বাবুখাঁ সরকারবাড়ী মসজিদ সংলগ্ন মো. খায়বার আলীর মুদির দোকানের সামনে দাঁড়িয়ে ওই দোকানদারের জন্য অপেক্ষা করছিলেন। তবে তাকে পথিমধ্যে পেয়ে যান নাহিদুল ইসলাম। সঙ্গে ছিলেন আরও একজন। এ সময় নাহিদুল ইকবাল বাহারকে প্রথমে ধাক্কা মারেন। এরপর ধারালো চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতর জখম হন তিনি। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে আসামি নাহিদুল ইসলাম সুহাদসহ দুজনকে আটক করার চেষ্টা করে। তবে কৌশলে নাহিদুলের সহযোগী পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাহিদুল ইসলাম সুহাদকে আটক করে এবং আসামিদের কাজে ব্যবহৃত একটি জিপ গাড়ি উদ্ধার করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইকবাল বাহার।
এসআইএইচ