ছাত্রদলের কমিটিতে ‘মৃত ব্যক্তির নাম’
পটুয়াখালীর বাউফল উপজেলার ইউনিয়নগুলোর নতুন কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। সেই কমিটিতে নাম এসেছে এক মৃত ব্যক্তির।
এ নিয়ে ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতা-কর্মীদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অদক্ষ হওয়ার কারণে এমনটি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়। এর মধ্যে নওমালা ইউনিয়নে সহসভাপতি পদে সাত নম্বরে রয়েছে মো. জাহিদুল ইসলাম হাওলাদার ওরফে শাকিলের নাম। গত ৫ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় মারা যান শাকিল। মৃত ব্যক্তির নাম কমিটিতে রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ট্রল চলছে।
সালমান রহমান শাকিল নামে এক ছাত্রদলকর্মী তার ফেসবুক আইডিতে শাকিল হাওলাদারের ছবি ও ইউনিয়ন কমিটির তালিকা পোস্ট করে লিখেছেন, ‘নওমালা ইউনিয়ন ছাত্রদলের কমিটি দিয়েছে অদক্ষ বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব। শাকিল হাওলাদারের মৃত্যু হয়েছে প্রায় দুই মাস হলো। এখন মৃত ব্যক্তি এ দায়িত্ব কীভাবে পালন করবেন। টাকা খেয়ে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি তো এরকমই হওয়ার কথা।’
মো. হাবিবুর রহমান নামে এক কর্মী তার ফেসবুকে লিখেছেন, ‘নওমালা ইউনিয়ন ছাত্রদলের নিবেদিত কর্মী ছিল জাহিদুল ইসলাম। তাই তার পরিবারকে শান্ত্বনা দেওয়ার জন্য ইউনিয়ন ছাত্রদল কমিটির সহসভাপতি পদে নাম আসছে। আল্লাহ্ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের সম্মান দান করুক।’
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রদলের এক শীর্ষ নেতা বলেন, ‘উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম একজন অদক্ষ ও অসাংগঠনিক নেতা বলেই মানুষ আজ কবরে থেকেও দলে নাম থাকে। অথচ প্রকৃত ত্যাগী ও দক্ষ সাংগঠনিক কর্মীদের দলে নাম নেই। তিনি তার ইচ্ছে মতো অসাংগঠনিকভাবে কমিটি দিয়েছেন।’
জাহিদুলের বাবা আব্দুল মোতালেব হাওলাদার তার ছেলের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছেলে জাহিদুল ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তবে প্রায় দুই মাস আগে মারা যাওয়া ছেলের নাম নতুন কমিটিতে কেন আসল তা আমার জানা নেই।’
অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম বলেন, ‘জাহিদুল বিএনপি পরিবারের ছেলে। আমাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী ছিল। যার কারণে তার প্রতি শ্রদ্ধা রেখে কমিটিতে তার নাম রাখা হয়েছে।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বশার উজ্জলের মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। তাকে ক্ষুদেবার্তা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এসএন