বিষখালীতে ১০ কোটি ফাইস্যা পোনা অবমুক্ত, ১০ জেলে আটক
সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি ৮ লাখ ৭ হাজার ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। মুচলেকা দেওয়ায় আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ।
তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের পাথরঘাটার পদ্মা এলাকায় অভিযান চালিয়ে ১০ কোটি ৮ লাখ ৭ হাজার পিস ফাইস্যা মাছের পোনাসহ ১০ জন জেলেকে আটক করা হয়। পরে মুচলেকা দেওয়ায় রাতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, নদীতে ডিঙ্গি নৌকা দিয়ে রেণু পোনা শিকার করার কারণে সামুদ্রিক মাছের ক্ষতি হয়। কোস্ট গার্ডের নিয়মিত অভিযান পরিচালনা হলে নদীতে রেণু পোনা শিকার বন্ধ হয়ে যাবে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, জব্দ পোনা মাছগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ করবে না বলে মুচলেকা দেওয়ায় আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, অসাধু জেলেদের জরিমানা ও অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে থাকি। কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে।
টিটি/