গাইবান্ধা জেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা
গাইবান্ধা জেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভাগাইবান্ধা জেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা গাইবান্ধা জেলা আওয়ামী লীগের তৃণমূলের বিশেষ বর্ধিত সভা বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সামস-উল-আলম হীরুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় সংসদের হুইপ ও সাংসদ মাহবুব আরা বেগম গিনি, সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী, কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক তার বক্তব্যে বলেন, “সাধারণ মানুষের সমর্থন নিয়ে চার বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বিশ্বে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।”
তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগের আদর্শ নিয়ে সব অপশক্তি ও ষড়যন্ত্র উৎপাটন করে উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “অসম্প্রদায়িক বাংলাদেশে শান্তি বিনষ্ট করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা হলেই উন্নত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।”
এমএসপি