ফেনীতে ১৮ কেজি গাঁজাসহ আটক ৩
ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৮৮ হাজার টাকা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান চালায় র্যাব।
র্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ফেনীর মহিপাল ফ্লাইওভার সংলগ্ন দিদার পরিবহন বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। র্যাবের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে আবুল বাদশা (২২), মো. ইছাক (২১), মো. মাহমুদুলকে (২২) আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে ৩টি ব্যাগ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য গাঁজা ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীকালে নেত্রকোনা জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান, জিডি (পি) জানান, আটককৃতরা ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
টিটি/