নওগাঁয় নিজ খরচে সড়ক মেরামতের উদ্যোগ প্যানেল মেয়রের
নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র সারোয়ার তানজিদ সম্রাট নিজ উদ্যোগে দুই কিলোমিটার রাস্তায় ইট-বালু ফেলে মেরামত করছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পার-নওগাঁর মন্দিরের মোড় থেকে সর্দারপাড়ার মোড় ও বিজিবি ক্যাম্প রোড থেকে কাসেম সরদারের মোড় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মন্দিরের মোড় থেকে সর্দারপাড়ার মোড় পর্যন্ত ট্রাক দিয়ে ইট-বালু ফেলে রাস্তা মেরামতের কাজ করছেন শ্রমিকরা। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা রাস্তার এ উন্নয়ন কাজ তদারকি করছেন।
স্থানীয় পুরাতন রেজিস্ট্রি অফিস পাড়ার ইমামুল হক জানান, গত দুই বছর থেকে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।
এ বিষয়ে সারোয়ার তানজিদ সম্রাটের বাবা মো. সামছুল আলম ঢাকাপ্রকাশ-কে বলেন, “বংশ পরম্পরায় আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। যার যার অবস্থান থেকে উন্নয়ন কাজে শরিক হলে উন্নত শহর গড়তে বেশি সময় লাগবে না।”
প্যানেল মেয়র সারোয়ার তানজিদ সম্রাট ঢাকাপ্রকাশ-কে বলেন, “এ দুটি রাস্তার প্রপোজাল মন্ত্রণালয়ে গত বছরের অক্টোবর মাসে পাঠানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ না আসায় হাজারো মানুষের চলাচলের দুর্ভোগ লাগবে ব্যক্তিগত খরচেই রাস্তা দুটি মেরামতের উদ্যোগ নিয়েছি।” রাস্তা দুটি মেরামতে প্রায় ১২ লাখ টাকা খরচ হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, “ব্যক্তিগত সমর্থ অনুযায়ী শহরের প্রতিটি নাগরিককে নিজ নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখা প্রয়োজন। উন্নত সবুজ শহর গড়তে প্রতিটি নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”
এমএসপি