নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
নওগাঁর সাপাহারে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে খাইরুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। নিহত খাইরুল ইসলাম ১ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ও পিছলডাঙ্গা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে খাইরুল ইসলাম স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার তাফসীরের কালেকশন করার জন্য মোটরসাইকেলযোগে পোরশা উপজেলার গাঙ্গুরিয়ার উদ্দ্যেশে রওনা দেন। পথিমধ্যে উপজেলার তুলশীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভটভটিটি উল্টে যায়। স্থানীয়রা গুরতর জখম অবস্থায় খাইরুলকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী জানান, খাইরুল ইসলাম মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে মারা গেছেন। ভটভটিটি ঘটনাস্থলে উল্টে আছে। তবে চালক পলাতক রয়েছে।
এ সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার। তিনি আরোও জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসআইএইচ