নওগাঁয় পুলিশের সহায়তায় হারানো শিশু ফিরে পেল বাবা-মা
নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া শিশু সবুজ মিয়া (৮) ফিরে পেয়েছে তার বাবা-মাকে। শিশুটি তার বাবা-মাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ শিশু সবুজ মিয়াকে তার বাবা শফিকুল ইসলামের হাতে তুলে দেন।
নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আত্রাই থানা পুলিশের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন শিশুটির পরিবার।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ছোট্ট শিশু সবুজ মিয়াকে কান্নাকাটি করতে দেখে এলাকার লোকজন এগিয়ে যায়। পরে তার সাথে কথা বলে জানা যায়, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সে তার বাবা-মায়ের কাছে যেতে চায়। পরে এলাকাবাসী আত্রাই থানা পুলিশকে খবর দিলে শিশু সবুজকে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপার আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ মুঠোফোনে ঢাকাপ্রকাশকে বলেন, “হারিয়ে যাওয়া শিশু সবুজ মিয়াকে থানায় নিয়ে আসার সাথে সাথে তাকে রাতের খাবার খাওয়ানো হয়। পরে তার নাম-পরিচয় জেনে পরিবারের কাছে সংবাদ পাঠিয়ে সোমবার (২১ ফেব্রুয়ারি) শিশু সবুজ মিয়াকে তার বাবা আবুল কালাম আজাদের হাতে তুলে দেওয়া হয়।”
এমএসপি