সুনামগঞ্জে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, মরদেহ নিয়ে বিক্ষোভ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া (৩৫) নামে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া উজির মিয়া উপজেলার শত্রুমর্দন গ্রামের বাসিন্দা।
জানা যায়, শান্তিগঞ্জ উপজেলা এলাকায় চুরি মামলার জিজ্ঞাসাবাদের জন্য উজির নামের একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে থানায় নির্যাতন করা হয়।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উজির মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যাওয়ার সংবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন করে এলাকাবাসী।
এ ছাড়া সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে শান্তিগঞ্জ থানার এসআই দেবাশীষের ফাঁসির দাবিতে উজির মিয়ার মরদেহ নিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুপুর থেকে এখন পর্যন্ত সুনামগঞ্জের সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ।
আসামির মৃত্যুর বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “আসামিকে আটক করা হয়েছিল ৯ ফেব্রুয়ারি। একদিন হাজতে রেখে পরে কোর্টের মাধ্যমে তাকে কারাগারে পাঠালে ১১ তারিখে সে জামিনে মুক্ত হয়ে বাড়ি চলে যায়। এরপর কোনো একদিন হয়তো সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল কিন্তু আজকে সকালে নাকি তার মৃত্যু হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না। আমরা খোঁজ নিচ্ছি।”
এমএসপি