দুর্গাপুরে মাতৃভাষা দিবসে ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন
নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পথ-পাঠাগারের আয়োজনে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম সফিক, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, ওসি মীর মাহাবুবুর রহমান, কবি আবুল বাশার, পথ-পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সদস্য জিয়াউল হক শুভ।
ভ্রাম্যমাণ মেলাটি গাড়িতে বই নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরবে এবং সবাইকে বই পড়তে উদ্বুদ্ধ করবে।
পথ-পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার বলেন, “ভাষাশহিদদের স্মরণে পথ-পাঠাগার থেকে একটি ব্যতিক্রমী আয়োজন ভ্রাম্যমাণ বই মেলা করছি। আমরা মানুষের মনে বাংলা ভাষার আবেগপ্রবণ অনুভূতি বিকাশের জন্য আমাদের এ আয়োজন। আমরা এ পথ-পাঠাগার প্রত্যন্ত গ্রামের মানুষের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে দুই বছরব্যাপী কাজ করে যাচ্ছি।”
প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া বলেন, “পাঠকদের উন্নত মানসিকতার সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে পথ-পাঠাগার। তরুণরা এভাবে কাজ করলে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ। পথ-পাঠাগারের স্বপ্নকে টিকিয়ে রাখতে হলে সবার সহযোগিতা করা দরকার।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব উল আহসান বলেন, “আন্তজার্তিক মাতৃভাষা দিবসে পথ-পাঠাগারের ভ্রাম্যমাণ বই মেলার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পথ-পাঠাগার মানুষকে আলোকিত করার যে স্বপ্ন দেখাচ্ছে, সেটি সবার আদর্শ হওয়া উচিত।”
এমএসপি