নেত্রকোনায় ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
নেত্রকোনায় ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে মানুষের ঢল নেমেছে। রাজনৈতিক, সামাজিক, ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শহিদ মিনারের বেদীতে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শহর জুড়ে বাড়ানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও টহল। তেরি বাজার, ছোট বাজার, মোক্তার পাড়়া ও সাতপাই সড়কে মানুষ পায় হেঁটে শহিদ মিনারে যাওয়ার জন্য বন্ধ করে দেয়া হয়েছে যানবাহন।
রাত বারোটা এক মিনিটে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলি মুন্সি ও আওয়ামীলীসহ বিভিন্ন রাজনৈতিক দল , সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।
বিভিন্ন শ্লোগানে মূখরিত হয়ে ওঠে শহিদ মিনার এলাকা। হঠাৎ বৃষ্টি এলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। জেলা শহরের মতো একই আদলে উপজেলা, ইউনিয়ন ও গ্ৰাম পর্যায়ে শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে রাতে।
কেএফ/