ময়মনসিংহে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় ও গভীর ভালোবাসায় পালিত হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে নগরীর টাউনহল কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ।
এছাড়াও ২১শে ফেব্রুয়ারি ভোর থেকে ফুলের তোরা হাতে ছোট- বড়,রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে উপস্থিত হন।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষের মাঝে নেই কোন ক্লান্তির ছাপ। তাদের স্লোগানে মুখরিত শহিদ মিনার প্রঙ্গন, একুশ আমার অহংকার বাংলা আমার মাতৃভাষা,ভাষার জন্য যারারজীবন দিয়েছে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি।
শ্রদ্ধা জানাতে আসা মানুষ যাতে নির্বিগ্নে পুষ্পার্ঘ অর্পণ করতে পারে এবং কোন সমস্যার সম্মুখিন না হয় সেজন্য প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।
কেএফ/