সুনামগঞ্জে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ফার্মেসিতে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করে মরদেহটি ছয় খণ্ড করে লুকানোর চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত ফার্মেসি মালিকসহ তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। তবে আদালত তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি কর্মকর্তা মশিউর রহমান।
এর আগে ঢাকা থেকে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের প্রধান আসামি জিতেষ চন্দ্র গোপ ওরফে অভিকে গ্রেপ্তার করে সিআইডি।
প্রসঙ্গত, বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে প্রবাসী সুরুক মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী শাহানা পারভীনকে ৬ টুকরো করে হত্যা করার আগের রাতে হঠাৎ করেই তার বাসায় গিয়েছিলেন খুনি জিতেশ দন্দ্র গোপ অভি। প্রেসার চেক করার কথা বলে তার এই আগমন পরিবারের কাছেও ছিল রহস্যজনক। পরদিন ফোনে বাসা থেকে তাকে ডেকে নেয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর অভির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ওই নারীকে বাড়িতে পৌঁছে দিবেন বলে আশ্বাস দেন।
পরদিন বৃহস্পতিবার পৌর শহরের একটি বাজারে যেতে বলা হয় শাহানার স্বজনদের। সেখানে গিয়ে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পর ফার্মেসি মালিক অভির ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার বাসাও তালাবদ্ধ দেখে সন্দেহ হয়। পরে থানা পুলিশের সহযোগিতায় অভি মেডিকেলের তালা ভেঙ্গে নারীর ৬ টুকরো লাশ উদ্ধার করা হয়।