২২০ কেজির কোরাল হৈচৈ ফেলছে কাজির দেউরি বাজারে
কক্সবাজারে গভীর সমুদ্রে ধরা পড়া ২২০ কেজি ওজনের দানবাকৃতির কৈ কোরাল হৈচৈ ফেলেছে চট্টগ্রাম নগরীর কাজির দেউরি বাজারে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজারে বিশাল আকারের মাছটি নিয়ে আসেন মাছ বিক্রেতা আনোয়ার হোসেন।
তিনি বলেন, কক্সবাজারের এক জেলের জালে রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে মাছটি ধরা পড়ে। খবর পেয়ে আমরা তিনজন কক্সবাজারে গিয়ে ১ লাখ ৭০ হাজার টাকায় মাছটি কিনে কাজির দেউরির বাজারে নিয়ে আসি।
রবিবার সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা যায়, দানবাকৃতির মাছটি দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ ক্রেতারা। অনেকেই দিচ্ছেন অগ্রিম বুকিং। মাছের গায়ে সাঁটানো আছে মাছটির আকার, ধরার স্থান ও বিক্রি তারিখ এবং দাম।
বাজার করতে আসা আরাফাত রহমান নামের একজন ক্রেতা বলেন, আমি জীবনে প্রথম এতবড় মাছ দেখলাম। আজকের বাজারে আসা আমার জন্য সার্থক হয়েছে। আমি ১ হাজার ২০০ টাকা দিয়ে এক কেজির বুকিং করে ফেলেছি।
জানা যায়, আগামীকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাছটি কাটা হবে। প্রতি কেজির দাম ধরা হয়েছে ১ হাজার ২০০ টাকা। ইতোমধ্যে মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে।
মাছ ব্যবসায়ীরা জানান, কৈ কোরাল খেতে অনেক সুস্বাদু হয়। চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন এলাকার মানুষের মাঝে এ মাছের চাহিদা আছে। সচরাচর শীত মৌসুমে জেলেদের জাল কিংবা বিশেষ ধরনের বরশিতে ধরা পড়ে এ মাছটি। তবে এত বড় মাছ এর আগে এ বাজারে কেউ আনেনি বলে দাবি তাদের।
এমএসপি