নওগাঁয় শিশু-কিশোরদের অংশগ্রহণে ভিন্ন আবহে ‘অমর একুশে’
নওগাঁয় ‘অমর একুশে’ চারদিনব্যাপী শিশু-কিশোরদের অংশগ্রহণে ভিন্ন আবহের মধ্যে দিয়ে পালিত হল ‘অমর একুশে’। সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও ভাষার গানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান (পিএএ)।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায়, বইমেলার শিশু প্রহরে কেডি স্কুল প্রাঙ্গণের মূল মঞ্চে ও স্কুল ক্লাসরুমে আয়োজন চলছে শিশুদের অংশগ্রহণে গদ্যপাঠ, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও ভাষার গান প্রতিযোগিতা। ক- বিভাগ (শিশু - প্রথম শ্রেণি), খ- বিভাগ (২য় - ৪র্থ শ্রেণি), গ- বিভাগ (৫ম শ্রেণি- ৭ম শ্রেণি, ঘ বিভাগ (৮ম-১০ম শ্রেণি) শিক্ষার্থীরা ৪টি বিভাগে অংশগ্রহণ করে। শিশু কিশোররা নিজেদের পছন্দমত গান ও চিত্রাঙ্কন পরিবেশন করে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া নওগাঁর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী রিফাহ্ তাসনিয়া মম ঢাকাপ্রকাশকে বলেন, “অমর একুশের গান গাইতে পেরে তার খুব ভালো লেগেছে। আন্তর্জাতিক মাতৃভাষার ওপর সে একটি গান পরিবেশন করে। গানে বিজয়ী হওয়ার আশা করে সে।”
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সুদর্শনা দাস জানায়, বইমেলায় এসে প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তার খুব ভালো লেগেছে। এখানে এসে অনেকের সঙ্গে তার পরিচয় হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া এক শিশুর অভিভাবক জানান, দুই বছর লকডাউনে বন্ধ ছিল সব কিছু। ছেলে মেয়েরা ঘরবন্দী হয়েছিল। পুরস্কার না মূলত ভয়ভীতি দূর করার জন্যই এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসা।
মেলা আয়োজক একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী ঢাকাপ্রকাশকে বলেন, “ উদ্বোধনী দিন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বইমেলা উপলক্ষে চারদিন ধরে একুশে পরিষদের আয়োজনে, শিশু-কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও ভাষার গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে নওগাঁর স্থানীয় সংগীত একাডেমি ও নৃত্য একাডেমির শিল্পীদের অংশগ্রহণে প্রতিদিন অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।” আগামী ২১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
উল্লেখ, একুশে পরিষদ নওগাঁ এ সংগঠনটি প্রতিষ্ঠা হয় ১৯৯৪ সালে। প্রতিষ্ঠার পর থেকে নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে অবদান রাখার পাশাপাশি ভাষার মাসে বইমেলার পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে ভিন্ন আবহে নানান অনুষ্ঠানের আয়োজন করে আসছে সংগঠনটি।
এমএসপি