চট্টগ্রাম কাস্টমসে মিললো ইতালি থেকে আসা পিস্তল-গুলি
চট্টগ্রাম কাস্টম হাউসে বৈদেশিক ডাকে আসা পণ্য চালানের একটি কার্টন খুলে মিললো দুটি এইটএমএম পিস্তল এবং ৬০টি গুলি।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পণ্য চালানটি জব্দ করেন কাস্টমসের কর্মকর্তারা। ওই পণ্য চালানে ড্রিল মেশিন, কাঁচের গ্লাস, সাবান, চকোলেটসহ বিভিন্ন গৃহস্থালী পণ্য ছিল। আরও অস্ত্র কিংবা অবৈধ পণ্য থাকার বিষয় নিশ্চিত হতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পণ্য চালানটির মালামাল পরীক্ষা করে দেখা হচ্ছিল।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এসব অস্ত্র জব্দ করা হয়। একটি বক্সে বিশেষভাবে অস্ত্রগুলো লুকানো অবস্থায় ছিল। পরীক্ষায় তা শনাক্ত হয়। ইতালীর রোম থেকে পণ্য চালানটি এসেছে। রাতেই অস্ত্র ও গুলি বন্দর থানায় হস্তান্তর করা হবে। এসব পণ্য চালানের আমদানিকারকসহ সংশ্লিষ্টদের নামে ফৌজদারি মামলা করা হবে।”
আমদানিকারক প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, “রাজীব বড়ুয়া নামে ইতালির রোম থেকে নগরীর আগ্রাবাদ এলাকার সিজিএস কলোনীর ঠিকানায় এক প্রবাসী চালানটি পাঠিয়েছিল। কলোনীর কামরুল হাসান নামে এক ব্যক্তির নামে চালানটি পাঠানো হয়।”
এমএসপি