কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে হত্যার ঘটনায় ২০ জনের নামে অভিযোগ
কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক মন্ডলকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন এবং তার ছোট ভাই চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনসহ ২০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ভেড়ামারা মডেল থানায় বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন নিহত সিদ্দিক মন্ডলের চাচাতো ভাই এনামুল হক মন্ডল ওরফে এনামুল মেম্বার।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত জানান, শনিবার দুপুরে নিহত সিদ্দিক মন্ডলের ভাই এনামুল মেম্বার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, 'এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে। খুব দ্রুতই সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।'
মামলার বাদী এনামুল হক মন্ডল বলেন, 'আমার ভাইকে জাসদের সন্ত্রাসীরা নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।' হত্যাকারী স্বপন ও তপনসহ সকল আসামিকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার সকালে চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক মন্ডলের ভাই বাদশা মন্ডল পার্শবর্তী চড়পাড়া মাঠে জমিতে কাজ করছিল। এ সময় প্রতিপক্ষ জাসদ গ্রুপের লোকজন এসে বাদশা মন্ডলের উপর হামলা চালিয়ে তার এক পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে বাদশাকে উদ্ধার করতে তার ভাই সিদ্দিক মন্ডল, খালেক মন্ডল ও ইউনুস মন্ডলসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ আহতদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিক মন্ডলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সিদ্দিকের আপন আরো ২ ভাই ইউনুস মন্ডল ও খালেক মন্ডল গুলিবিদ্ধ হয়। নিহত ও আহতরা চাঁদগ্রামের ওমর মন্ডলের ছেলে।
পরে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবিতে নিহতের লাশ নিয়ে মানববন্ধন করে উপজেলা আওয়ামী লীগ।
এসএ/এসআইএইচ