কুমিল্লায় ট্রাকচাপায় ছয়জন নিহতের ঘটনায় মামলা
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় ছয় সিএনজি আরোহী নিহতের ঘটনায় ট্রাকচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত অটোরিকশাচালক জুলহাস মিয়ার ছেলে স্বপন মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন। এতে ড্রাম ট্রাকের অজ্ঞাতনামা চালককে আসামি করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মামলা বুড়িচং থানায় দায়ের হলেও মামলাটি তদন্ত করবে ময়নামতি হাইওয়ে পুলিশ।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, ঘটনার পরপরই ড্রাম ট্রাকচালক পালিয়ে যায়। মামলা দায়েরের পর থেকে ড্রাম ট্রাকচালককে গ্রেপ্তারের একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুতবাগান এলাকায় মাটিবাহী ড্রাম ট্রাকচাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ছয়জন নিহত হয়।
এদিকে মাটিবাহী ট্রাকটি রেজিষ্ট্রেশন ছাড়া কিভাবে মহাসড়কে চলছে তা নিয় প্রশ্ন তুলেছেন অনেকে।
একাধিক সূত্র জানায়, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের মদদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করছে। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
আরএম/এসআইএইচ