ফেনী পৌর বিএনপির কাউন্সিল: ২ পদে মুখোমুখি ৮ নেতা
জাতীয়তাবাদী দল বিএনপি ফেনী পৌর শাখার সম্মেলনকে ঘিরে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ৮ নেতা মুখোমুখি। এদিকে, সম্মেলনকে সামনে রেখে পৌর বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছে।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ২৭ ফেব্রুয়ারি ফেনী পৌর বিএনপির কাউন্সিল ঘিরে চলছে নানা ধরনের আলোচনা।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সভাপতি পদে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, সাবেক কাউন্সিলর ও ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির আহমদ বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একইভাবে সাধারণ সম্পাদক পদে পৌর বিএনপির সদস্য সচিব ও ছাত্রদলের (চট্টগ্রাম) বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা সাইদুর রহমান জুয়েল এবং সাবেক ছাত্রদল নেতা সাইফুর রহমান রুবেল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২ অক্টোবর ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ১৯ নভেম্বর ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ২০২০ সালের ৮ জানুয়ারি আংশিক ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। ১৫ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের প্রধান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং রবিবার (২০ ফেব্রুয়ারি) চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। এরপর আগামী ২৭ ফেব্রুয়ারি কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই কাউন্সিলে ১ হাজার ৯৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করবেন।
এমএসপি