তালতলীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী মৎসশ্রমিক
বরগুনার তালতলীতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন ধর্ষিতা এক মৎস্যশ্রমিক নারী।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সাংবাদিকদের কাছে ভুক্তভোগী ওই নারী নিজেই মোজাম্মেল মুন্সি (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।
অভিযুক্ত মোজাম্মেল উপজেলার ফকিরহাট মাছ বাজারের শ্রমিক কদম মুন্সির ছেলে।
অন্তঃসত্ত্বা ওই নারী জানান, তিনি ফকিরহাট মাছ বাজারে কাজ করতেন। গত পাঁচমাস আগে একই মাছ বাজারের শ্রমিক কদম মুন্সির ছেলে মোজাম্মেল মুন্সি তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করেন। এতোদিন লোকলজ্জার ভয়ে বিষয়টি তিনি কাউকে জানাননি। বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়েছে।
ওই নারী আরও জানান, পরিবারের জন্য বাজারে কাজ করে সংসার চালাতে হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর কাজ বন্ধ করে দিতে হয়েছে। পরিবার নিয়ে এখন না খেয়ে থাকতে হচ্ছে। অভাবের সুযোগে আর কোনো নারীর সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য তিনি এ ঘটনার উপযুক্ত শাস্তি চেয়েছেন।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সালাম হাওলাদার বলেন, ‘বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী পরিবারের রুটিরুজি বন্ধ হয়ে গেছে। এলাকার মা-বোনেরা মৎস্যশ্রমিক হিসেবে আর কাজ করতে যেতে চায় না। আমি এ ঘটনার কঠিন বিচার দাবি করছি।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওত হোসেন তপু জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসপি