সুনামগঞ্জে ফার্মেসিতে মিললো গৃহবধূর খণ্ডিত মরদেহ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক ফার্মেসি থেকে শাহানা পারভিন জ্যোৎস্না (৩৮) নামের এক গৃহবধূর ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের আব্দুল মতিন মার্কেটের ‘অভি মেডিকেল হল’ নামের একটি ফার্মেসি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহানা পারভীন জ্যোৎস্না উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি আরব প্রবাসী সুরুক মিয়ার স্ত্রী।
নিহতের ভাই হেলাল মিয়া বলেন, “গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে আমার বোনকে অভি মেডিকেলের মালিক জিতেশ চন্দ্র গোপ অভি ফোন করে তার ফার্মেসিতে নিয়ে যায়। তারপর থেকে আমার বোন আর বাসায় ফেরেনি। সারারাত অনেক খোঁজাখুজির পর অভির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সে আমার বোনকে ফিরিয়ে দিবে বলে সকালে আমাদের পৌর শহরের একটি বাজারে যেতে বলে। আমরা সেখানে গিয়ে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করি কিন্তু তার দেখা পাইনি। পরে তার ফোনে কল করেও নাম্বারটি বন্ধ পাই।”
হেলাল মিয়া আরও বলেন, “এরপর আমরা অভির বাসায় গিয়ে দেখি, তার মা-সহ বাসার সবাইকে সরিয়ে বাসা তালাবদ্ধ করে দিয়েছে সে। তখনই তার প্রতি আমাদের সন্দেহ হয়। পরে থানা পুলিশের সহযোগিতায় ‘অভি মেডিকেল হল’র তালা ভেঙে আমার বোনের লাশ পাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। তিনি সন্ধ্যা ৬টায় ঢাকাপ্রকাশ-কে বলেন, “আমরা লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।“
এমএসপি