দেখে মনে হবে ঢুলি, আসলে মাদক কারবারী
রংপুর নগরীতে অভিনব কায়দায় বাদ্যযন্ত্রের ভেতরে করে মাদক পাচারকালে একজন ও অপর অভিযানে আরও দুই কারবারীকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।
তিনি জানান, বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার হাতিবন্ধা উপজেলার দইখাওয়া গ্রামের বলরাম বর্মনের ছেলে হরেণ চন্দ্র (২৬), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী উপজেলার রত্নাই মরাধর গ্রামের কয়েস আলীর ছেলে জামাল উদ্দিন (৩১) এবং একই এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে রাসেল রানা (২০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের সামনে অভিযান পরিচালনা করে ঢোলের ভেতরে করে ৫০ বোতল ফেনসিডিল পাচারকালে হরেণ চন্দ্রকে গ্রেপ্তার করা হয়।
তিনি অনেকদিন ধরেই বাদ্যযন্ত্র ঢোলের ভেতরে করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার করে আসছিলেন।
অপর একটি অভিযানে নগরীর কোতোয়ালি থানার সুরভী উদ্যানের সামনে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ জামাল এবং রাসেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করেছে পুলিশ।
এমএসপি