বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ।
নিহত কিশোরের নাম ফয়সাল (১৫)। তিনি আমতলীর কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের ফোরকান প্যাদার ছেলে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী ঈগল পরিবহন বাসটি পেছন থেকে একটি যাত্রীবাহী অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান ও দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, জানান, বাস ও চালক আরিফ সরদারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে আমতলী থানায় আনা হচ্ছে। আরিফ সরদার (৩০) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চেচরীরামপুর গ্রামের চাঁন মিঞা সরদারের ছেলে।
নিহত ফয়সালের বাবা ফোরকান প্যাদা বলেন, ঘরে বাজার-সদাই নাই। তাই খেতের বেগুন বিক্রি করতে সকাল সকাল অটোরিকশায় বাজারে যাচ্ছিল ফয়সাল। কিন্তু এ কী ঘটে গেল, বাজার-সদাই নিয়ে আর ফিরল না আমার ছেলে। চালকের খামখেয়ালিতেই আজ আমার ছেলের মৃত্যু হয়েছে।
এমও/এসআইএইচ