নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ
গ্যাস, বিদ্যুৎসহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির অপতৎপরতা বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায়, মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির আয়োজন এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজহারুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মানিকগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আরশেদ আলী, ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদ সভাপতি এমআর লিটন, কৃষক সমিতির জেলা সংসদ সাধারণ সম্পাদক সেতোয়ার রহমান খান, ক্ষেতমজুর সমিতি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন- চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত এক বছরে বেড়েছে ৫০ ভাগ থেকে ৮০ ভাগ। দেশের ১৭ কোটি মানুষ এখন বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি। আর এই সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় আছেন বর্তমান বিনা ভোটের স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকার। করোনায় দেশের জনগণের আর্থিক দুর্গতি যখন বেড়েছে, আয় কমেছে, চাকরি হারিয়েছে।
এরই মধ্যে ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়া বেড়েছে, জনগণের জীবন যাত্রার ব্যয় বহুগুণে বেড়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে জনজীবন দুর্বিসহ সংকটে পড়বে।
তাই বক্তারা বাজার সিন্ডিকেট ভেঙে এলপিজি গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের দাম কমানো, গ্রাম-শহরে ওএমএস এবং রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান।
এমএসপি