সেচ পাইপ দিয়ে তীব্র গতিতে বের হচ্ছে গ্যাস, এলাকায় আতঙ্ক!
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আড়ংগাছা গ্রামের একটি সেচ পাইপ থেকে তীব্র গতিতে গ্যাস বের হচ্ছে।
গত রবিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া গ্যাসের এ উদগীরণ এখন পর্যন্তও থামেনি।
বিভিন্নভাবে পাইপের মুখ বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা। বিষয়টি নিয়ে ওই এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, বিষয়টি জানতে পেরে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ওই এড়িয়া ঘিরে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বছর দশেক আগে উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের আব্দুল্লাহ মোড়ল তার ফসলি জমিতে একটি সেচ পাইপ বসান। কিন্তু ১ বছর ধরে বর্ষা মৌসুমের সময় ওই সেচ পাইপ দিয়ে বুদবুদ উঠতো। তবে এ নিয়ে গুরুত্ব দেননি কেউ।
কিন্তু রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সেচ পাইপ দিয়ে সামান্য বুদবুদ উঠতে দেখতে পান জমির মালিক। এ সময় তিনি পাইপের মুখের মাটি একটু সরিয়ে দিলে আরও বেশি বুদবুদ সৃষ্টি হয়ে ওই স্থানে বড় গর্ত সৃষ্টি হয়। এ সময় জমির মালিকসহ স্থানীয়রা গ্যাস নির্গত হওয়া সেচ পাইপের গর্ত বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কালাম হোসেন জানান, কোনো প্রকার পাম্প ছাড়াই সেচ পাইপ দিয়ে মাটির নিচ থেকে পানির সঙ্গে সঙ্গে তীব্র গতিতে গ্যাস বের হচ্ছে।
সরকার উদ্যোগে নিলে হয়তোবা এখানে বড় একটি গ্যাসের খনির সন্ধান মিলতে পারে বলে জানান তিনি।
এ বিষয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন মৃধা জানান, বিষয়টি জানতে পেরে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে সেচ পাইপ থেকে তীব্র গতিতে গ্যাস বের হচ্ছে। দুর্ঘটনা এড়াতে সেচ পাইপের এড়িয়া ঘিরে দেওয়া হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির জানান, বিষয়টি সম্বন্ধে তার জানা নেই। তবে খোজঁখবর নিয়ে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।
এমএসপি