মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ: ৩ দশকেও কেউ কথা রাখেনি

৩০ বছরেও (৩ দশক) বাস্তবায়ন হয়নি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল খুলনা বিভাগের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়া ইসলামিয়া কলেজ সরকারিকরণের প্রতিশ্রুতি। তিন দশক ধরে রাষ্ট্র পরিচালানায় দায়িত্ব পালনকারী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের প্রতিশ্রুত এ দাবিটি অবহেলিত আজও। অথচ এ দাবি বাস্তবায়নের কথা বলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দলের নেতারা অবকাঠামো উন্নয়নের নামে কার্যত: কলেজ ভবনগুলিতে মার্কেট নির্মাণ করে নিজেদের ব্যবসায়িক স্বার্থসিদ্ধির ষোলকলা পূর্ণ করছে।

বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব উপজেলার গুরুত্বপূর্ণ কলেজগুলো সরকারিকরণ শুরু হওয়ায় ফের পুরোনো দাবির বাস্তবায়ন চান কলেজের শিক্ষক, শিক্ষার্থী কর্মচারীসহ সংশ্লিষ্টরা।

১৯৬৮ সালে তৎকালীন কুষ্টিয়ার এসডি ও মি. ইয়াহিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত প্রায় ৪ একর জমির উপর ৯৫ কক্ষ বিশিষ্ট বিশাল অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ। সরকারিকরণের যথেষ্ট সহায়ক পরিবেশ থাকলেও এ শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি নীতি নির্ধারকদের সুদৃষ্টির অভাবে সুযোগ বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে।

কুষ্টিয়া শহরের প্রধান সড়ক নবাব সিরাজদৌলা সড়কস্থ মজমপুর মৌজার থানাপাড়ায় প্রতিষ্ঠিত এ কলেজটিতে বর্তমান ১২৪ জন শিক্ষক এবং প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী।

বাংলা, রাষ্ট্র বিজ্ঞান, দর্শন, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ইসলামের ইতিহাস, ইতিহাস, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংসহ ১২টি বিষয়ে অনার্স কোর্স এবং বাংলা, রাষ্ট্র বিজ্ঞান, দর্শন, সমাজ বিজ্ঞান ও অর্থনীতিসহ ৫টি বিষয়ে মাস্টার্সসহ স্নাতক (পাস কোর্স) পর্যায়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ চালু আছে।

এ ছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও এখানে ভর্তি নেওয়া হয়।

১৯৭১ সালের ৩ মার্চ এই কলেজ চত্বরেই তৎকালীন সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ স্বাধীন বাংলার মানচিত্র সম্বলিত জাতীয় পতাকা সর্ব প্রথম উত্তোলিত হয়। কলেজটি প্রতিষ্ঠার পর হতে বেশ কয়েকবার সরকারিকরণের প্রারম্ভিক প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সেই প্রক্রিয়াটি কার্যকরভাবে বেশি দূর এগুয়নি। দেশের সব বড় জেলা সদরে (সাবেক ১৯ জেলা) উচ্চ মাধ্যমিক ও অনার্স শ্রেণির জন্য ৪ কিংবা ততোধিক সরকারি কলেজ থাকলেও এক্ষেত্রে এখনও পর্যন্ত চরম বৈষম্য ও অবহেলিত কুষ্টিয়াবাসী। কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি গার্লস কলেজ এবং সেন্ট্রাল কলেজ (সাবেক গভঃ কমার্শিয়াল কলেজ)-ই জেলাবাসীর ভরসা। এ কারণে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতক ডিগ্রি, অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের পাঠদানে নানামুখী সঙ্কট থাকা সত্ত্বেও সেখানে উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি করা হয় অনেকটাই বাধ্য হয়ে। এতে আবাসন সঙ্কটের পাশাপাশি শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে।

জেলার উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব ও সঙ্কট নিরসনে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী অভিভাবকদের দাবি উপেক্ষিত হয়ে আসছে বলে মনে করেন জেলাবাসী।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ও কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য হাজি গোলাম মহসিনের অভিযোগ, প্রতিষ্ঠাকালের ব্যাপ্তি, ভূ-সম্পত্তি, অবকাঠামোসহ একটি পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠার সব প্রাসঙ্গিকতা থাকা সত্ত্বেও কলেজটি সরকারিকরণ বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। বিভিন্ন সময়ে রাষ্ট্র ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলির (বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি)-র শীর্ষ নেতারাসহ স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা কলেজটিকে সরকারিকরণের রঙিন ফানুসের প্রতিশ্রুতি দিয়ে নানা ঠকবাজির আশ্রয় নিয়ে প্রতিষ্ঠানটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ দিয়ে নিজেরা স্বার্থসিদ্ধি করলেও তাদের প্রতিশ্রুত সরকারিকরণের উদ্যোগ বাস্তবায়নে কাজের কাজ কিছুই হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক পর্যায়ের শিক্ষক আক্ষেপ করে বলছিলেন, 'স্বাধীনতাত্তোরকালে উন্নয়ন বঞ্চিত কুষ্টিয়ায় দীর্ঘ ৩৬ বছর পর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য নির্বাচিত হন কুষ্টিয়ার চারটি আসনেই। এতে দীর্ঘদিনের বঞ্চনামুক্তির প্রত্যাশার মাত্রা শতগুণ বেড়ে যায় জেলাবাসীর।

১৯৯৩ সালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলাবাসী এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং ক্ষমতায় গেলে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ সরকারিকরণের ওয়াদা করেন। এ ছাড়া তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে তৎকালীন সময় মহান জাতীয় সংসদে এ কলেজটি সরকারিকরণের জোরালো দাবি তোলেন। অথচ মহাজোটের নেতৃত্বে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতার ১৭ বছর অতিক্রান্ত হলেও দাবি বাস্তবায়নে দেওয়া প্রতিশ্রুতি আলোর মুখ দেখেনি আজও।'

একইভাবে ১৯৯২ সালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের কাছে কলেজটি সরকারিকরণের দাবি তুললে তিনি পর্যায়ক্রমে অনুমোদনের আশ্বাস দেন। বিগত জোট সরকারের আমলে সদর আসনের তৎকালীন সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দীন জাতীয় সংসদেও কলেজটি সরকারিকরণের দাবি উত্থাপন করেন। সে সময় নানা গুঞ্জন শোনা গেলেও এক সময় হাওয়ায় মিলিয়ে যায় আশার বাণী। ওই সময়টাতেই মূলত: কলেজের ভূ-সম্পত্তির অপব্যবহার সূচনার মধ্য দিয়ে কলেজ মাঠের চারিদিকে বিশালাকৃতির বাণিজ্যিক ভবন তৈরি করে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছেন ওই স্বার্থন্বেষী মহল। সেই থেকে শুরু করে অদ্যাবধি কলেজের জায়গা জমি অবকাঠামো লুটপাটের প্রতিযোগিতায় লিপ্ত আছেন রাজনৈতিকভাবে প্রভাবশালীরা। সবই শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই বলে আক্ষেপ ওই সাবেক শিক্ষকের।

এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দীন বলেন, “বর্তমান কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ ধ্বংস করে সেখানে বাণিজ্যিক ভবন করে তা ভাগাভাগির মহোৎসবে লিপ্ত হয়েছে ক্ষমতাসীন ও ক্ষমতা বহির্ভূত রাজনৈতিক প্রভাবশালী মহল। এ আগ্রাসন থেকে প্রতিষ্ঠানগুলি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। শিক্ষা ধ্বংসের এই হীন চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাই।”

কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য কেএইচ রশিদুজ্জামান দুদু জাতীয় সংসদে কুষ্টিয়া ইসলামিয়া কলেজকে সরকারিকরণে দাবি তুললে বিষয়টি সংসদীয় কার্যপ্রণালিতে অন্তর্ভূক্ত হয়েছে মর্মে একটি চিঠি কুষ্টিয়া ইসলামিয়া কলেজে পাঠালে এখানকার স্বপ্নবাজ শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ সংশ্লিষ্টরা আবারও স্বপ্নবিভোর হয়ে উঠেন। কিন্তু আকস্মিকভাবে এ সংসদ সদস্য অসুস্থ্য হয়ে পড়ায় বিষয়টি আর বেশি দূর এগোয়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, “আমি ব্যথিত, আমি লজ্জিত, আমি দুঃখিত যে, বর্তমানে রাষ্ট্রের যোগ্যতম শিক্ষিত জাতি গড়ার কারখানা খ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এখন আর সত্যিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি হারিয়ে সেখানে ব্যবসা প্রতিষ্ঠানের রূপলাভ করেছে। সেখানে স্বার্থন্বেষী মহলের লুটপাটের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দৃশ্যত: এখন যে চিত্র বিদ্যমান, তাতে মনে হয় যে, এসব শিক্ষাপ্রতিষ্ঠান না রেখে সব ব্যবসাপ্রতিষ্ঠান করে দেয়া হলেই ভালো। বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে অগ্রাধিকার বিবেচনায় ব্যাপক কর্মযজ্ঞ বাস্তবায়ন করছেন। কুষ্টিয়া জেলাবাসীর পক্ষ থেকে কুষ্টিয়া ইসলামিয়া কলেজটি সরকারিকরণের দাবিটিকে বিশেষ গুরুত্বসহকারে বিবেচনায় নিবেন বলে বিশ্বাস করি।”

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. নওয়াব আলী বলেন, “এক সময় প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের নানাবিধ সমৃদ্ধির লক্ষ্যে দাবি তুলতো শিক্ষার্থীরা। দাবি আদায়ে শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করতো। পর্যায়ক্রমে সেই দাবিও বাস্তবায়নে সংশ্লিষ্ট উর্ধ্বতন মহল সাড়া দিতেন। এখন সেই গঠনমূলক ছাত্র সংগঠন নেই বলেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মনোরম পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের দ্বার অনেকটাই রুদ্ধ। পরিশেষে কথা হলো- আমরা আর প্রতিশ্রুতির ঘোরে থাকতে চাই না; বরং ইতোপূর্বে দেওয়া কুষ্টিয়া ইসলামিয়া কলেজ সরকারিকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাই।”

এমএসপি

Header Ad

৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে সৌদি রাষ্ট্রদূতকে বহনকারী গাড়ি বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করে।

সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. এনামুল হক চৌধুরী।

২০১৮ সালে কারাবরণ এবং পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট স্থায়ী মুক্তির পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এটি প্রথম সাক্ষাৎ। এর আগে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর বেগম জিয়ার সঙ্গে ঢাকাস্থ তৎকালীন রাজকীয় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি সাক্ষাৎ করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে গত ৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুক। ফিরোজায় অনুষ্ঠিত ওই সাক্ষাতে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সারাহ কুক।

Header Ad

ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে চিন্ময় দাসকে গ্রেপ্তারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চিন্ময় দাস আটক হয়েছেন বলে আমরা জানি। উনার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদের (সাংবাদিক) জানাবেন।

এদিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময়ে পুলিশের ভূমিকার বিষয়ে তিনি বলেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অ্যালার্ট ছিল। কিন্তু পাবলিক এক্সপেকটেশনের কারণে আমরা আগের অবস্থান থেকে সরে এসেছি। পুলিশ লাঠিচার্জ করুক, এটাও সরকার দেখতে চায় না।

Header Ad

বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন

বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন। ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে চতুর্থ দিনের মত দূরপাল্লার সব পরিবহন বাস বন্ধ রয়েছে। বাস মালিক সমিতি পূর্ব ঘোষনা অনুযায়ী সোমবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস বন্ধ রেখেছে।

এতদিন বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ভারত ফেরত অনেক পাসপোর্ট যাত্রী ১২ কিলোমিটার দূরে নাভারন সাতক্ষীরা মোড় থেকে সাতক্ষীরা রুটের গাড়ি ধরে বাড়ি ফিরছিলেন।সোমবার থেকে সেটাও বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।

এতে প্রতিদিন ভারত ফেরত হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীদের চেকপোস্টে না নিতে দিয়ে গভীর রাতে পৌর বাস টার্মিনালে নামাতে বাধ্য করার অভিযোগে শুক্রবার রাত থেকে বেনাপোলের দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে মালিক সমিতি।

বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,"আমাদের দাবি-দাওয়া না মানায় পরিবহন মালিকরা তাদের গাড়ি এই রুটে চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার থেকে সাতক্ষীরা রুটও বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।"

সাতক্ষীরা কে লাইন পরিবহনের জামতলা কাউন্টার প্রধান আনোয়ার হোসেন বিদ্যুৎ বলেন,বেনাপোলের সমস্যার সমাধান না হওয়ায় সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহণের সকল বাস বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা কোন টিকিট বিক্রি করছি না।

এদিকে হঠাৎ করে বেনাপোল থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন ভারত থেকে আসা হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী। গন্তব্যে যেতে তারা প্রাইভেটকার, মাইক্রোবাস,ট্রেন ব্যবহার করছেন। এতে ভোগান্তি,সময় অপচয়ের পাশাপাশি খরচও বেশি হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

বেনাপোল চেকপোস্টে কথা হয় ভারত ফেরত যাত্রী নেত্রকোনার জিতেন সাহা, নারায়নগঞ্জের সাদ্দাম হোসেন টিপু, ঢাকার ফজলুর রহমান শেখ, লাল্টু হোসেন ও বিনয় পালের সাথে।

নেত্রকোনার জিতেন সাহা বলেন, তিন জন মিলে একটি প্রাইভেট নিয়ে যশোর যাচ্ছি।সেখান থেকে বাস ধরে বাড়ি যাবো।ভারত থেকে দেশে ফিরে এখন দেখছি 'দূর্ভোগের শেষ নেই'।

যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু জানান, বেনাপোল চেকপোস্টে বন্দর ভেহিক্যাল টার্মিনাল চালু হওয়ায় কমে গেছে গাড়ির জট। বাস চলাচলে কোন যানজট হয়না। ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাকের কারনে সৃষ্টি হত যানজটের। দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার দাবী জানান মুসলিম উদ্দিন পাপ্পু।

বেনাপোলে যানজট নিরসনে পৌর বাস টার্মিনাল ব্যবহারে নির্দেশনা দেয় জেলা প্রশাসন। পরিবহন কর্তৃপক্ষ পৌর বাস টার্মিনাল ব্যবহারে সহমত পোষন করে দিনের বাসগুলো ছাড়ছিল সেখান থেকেই। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধায় রাতের বাস চেকপোস্ট টার্মিনালে এসে যাত্রী নামিয়ে দিয়ে বাস যাচ্ছিল পৌর টার্মিনালে। এরই মধ্যে হঠাৎ করে ২২ নভেম্বর গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বাসের যাত্রী পৌর বাস টার্মিাালে নামিয়ে নেওয়া হয়। বাস প্রবেশে দেওয়া হয বাধা। এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। টানা চার দিন দুর পাল্লার পরিবহন চলাচল বন্ধে ভারত বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীরা পড়ছেন সীমাহীন ভোগান্তিতে। এর সুরাহা চান ভুক্তভোগী যাত্রীরা।

Header Ad

সর্বশেষ সংবাদ

৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব
বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন
৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত