চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা
চিরকুট লিখে রুমা (১৮) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত রুমা বরগুনার তালতলী উপজেলার শিকারীপাড়া এলাকার আলাউদ্দিন মোল্লার মেয়ে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু।
তিনি জানান, মৃত্যুর আগে সুইসাইড নোটে ওই কিশোরী লিখেছেন- 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবা ও মা তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি কাইয়ূমকে ভালোবাসি। আমাদের প্রেম খাঁটি ছিল। শুধু একদিন বাজার থেকে গাড়িতে করে বাড়িতে যাওয়ার সময় আমি কাইয়ূমকে হাত ধরেছি। এ ছাড়া আমাদের ভিতরে আর কোনো সর্ম্পক হয়নি। ভালো থেকো বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।'
পরিবার জানায়, প্রতিদিনের মতোই সকাল ১০টায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরে রুমা বাবার সঙ্গে সকালের খাওয়া-দাওয়া করে। পরে তার বাবা-মা মাঠে ধান শুকাতে যায়। মাঠ থেকে ফিরে তারা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার সুরাতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, নিহত ওই কিশোরীর সঙ্গে একই এলাকার হাফিজুল হকের ছেলে কাইয়ূমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে নিয়ে তাদের মধ্যে উদ্বিগ্নতা সৃষ্টি হয়।
নিহত রুমার বাবা আলাউদ্দিন মোল্লা বলেন, ‘আমি ওর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। আমার খুব আদরের মেয়ে ছিল। এমনটা ও করবে বুঝতে পারিনি।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘দুই পাতার একটি চিরকুট পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসপি