দাগনভূঞায় ৫তলা থেকে পড়ে শিশু-শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ফটো
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজার এলাকায় একটি ভবনের ৫তলার সিঁড়ি কক্ষের খোলা জানালা দিয়ে নিচে পড়ে শিশু-শিক্ষার্থী মারা গেছে। তার নাম আবদুল্লাহ আল আরিয়ান (১০)।
শনিবার দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটেছে।
সে উপজেলার রাজাপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে ও রাজাপুর বাজারের সৌদিয়া মার্কেটের ৩-৪তলায় অবস্থিত মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার নুরানী শাখার ছাত্র ছিল।
পুলিশ, মাদ্রাসা ও স্থানীয় সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজারের সৌদিয়া মার্কেটের ৫তলা ভবনের ৩-৪ তলায় মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাটি অবস্থিত।
বহুতল ভবন হলেও ওই ভবনে কোনো লিফট ছিল না। ছোট ছোট শিক্ষার্থী-শিক্ষক, ক্রেতা-বিক্রেতাসহ সব লোকজনকে পায়ে হেঁটেই ভবনের ওপর ওঠানামা করতে হয়। কিন্তু ভবনের সিঁড়ি কক্ষের জানালায় কোনো ধরনের গ্রিল বা প্রতিবন্ধকতা ছিল না। সেটা ছিল সম্পূর্ণ খোলা ও অরক্ষিত।
মাদ্রাসার নুরানী বিভাগের শিশু-শিক্ষার্থী আবদুল্লাহ আল আরিয়ান দুপুর ১২টার দিকে ভবনের ৫ তলায় ওঠে। নামার সময় সিঁড়ি কক্ষের জানালার গ্রিল না থাকায় পা ফসকে নিচে পড়ে যায়।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে এলাকার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম রাজাপুর বাজারে ৫তলা ভবনের সিঁড়ি কক্ষের খোলা জানালা দিয়ে পড়ে একজন শিশু-শিক্ষার্থী মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে জানালায় গ্রিল বা কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকা ও মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এমএসপি