২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
একুশে ফেব্রুয়ারির পর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'দেশে করোনার পরিস্থিতি অনেক ভালো। আগামী একুশে ফেব্রুয়ারির পর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।'
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ গড়পাড়া শুভ্র সেন্টারে স্থানীয় চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে এক ঘরোয়া আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, 'বিশ্বের সব দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। এ পর্যন্ত প্রায় ২৮ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। মাদ্রাসার আরও ৪০ লাখ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে।'
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কোনো শিক্ষার্থী সংক্রমিত হলে তাৎক্ষণিকভাবে তা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, 'আক্রান্তের হার কমলেও মৃত্যুর হার এখনো কমেনি। তাই সবাইকে এখনো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে এ পর্যন্ত প্রায় ৮৬ ভাগ জনগণকে টিকার আওতায় আনা হয়েছে।'
এসময় ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. আরশাদ উল্লাহ, সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএস/এসএন